জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল গভর্নিং বোর্ডের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা ও সংগীতশিল্পী শান শাহেদ।
সম্প্রতি রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত জেসিআই বাংলাদেশের জাতীয় সাধারণ সভায় এই নির্বাচন সম্পন্ন হয়। একই সভায় ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আরেফিন রাফি আহমেদ।
নির্বাচিত হওয়ার পর শান শাহেদ জানান, জেসিআই বাংলাদেশের মাধ্যমে তিনি তরুণদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজ করতে চান এবং তরুণদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে সংগঠনটির ভূমিকা আরও জোরদার করতে চান।
শান শাহেদ ২০১৪ সালে জুনিয়র চেম্বার চট্টগ্রামের সাধারণ সদস্য হিসেবে জেসিআই–তে যুক্ত হন। পরে তিনি ডিরেক্টর, ট্রেজারার, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল লিগ্যাল কাউন্সেল, জেনারেল সেক্রেটারি এবং জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০২৩ ও ২০২৪ সালে ন্যাশনাল ও রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৫ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি।
উদ্যোক্তা হিসেবে তিনি ২০১৩ সালে ইভেন্টস ও অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান ‘রেড কার্পেট’ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি ‘টেকনো প্রো’ ও ‘শারার এন্টারপ্রাইজ’ নামে আরও দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।
উদ্যোক্তা পরিচয়ের পাশাপাশি তিনি জনপ্রিয় রক ব্যান্ড ‘তীরন্দাজ’–এর লিড ভোকালিস্ট হিসেবেও পরিচিত। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং রোটারি ক্লাবসহ একাধিক সংগঠনে নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হলো ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে। বিশ্বের ১২০টির বেশি দেশে সংগঠনটির কার্যক্রম রয়েছে। বাংলাদেশে প্রায় ৪০টি লোকাল চ্যাপ্টারের মাধ্যমে জেসিআই তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে কাজ করছে।