রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

জেসিআই বাংলাদেশের এনভিপি নির্বাচিত হলেন ফাহমিদুর রহমান অনি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুনিয়ার চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি।  সম্প্রতি রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সারাদেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে ঘোষিত ফলাফলে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে ২০২৬ সালের জন্য জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ফাহমিদুর রহমান অনি। ভোটারদের ব্যাপক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনকে একটি শক্তিশালী গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এর আগে জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘আউটস্ট্যান্ডিং লোকাল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’, ‘১০০% এফিসিয়েন্সি অ্যাওয়ার্ড’ অর্জন করেন। পাশাপাশি ‘গ্রিন জেনারেশন’ প্রকল্পের জন্য যৌথভাবে ‘বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন।

ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ফাহমিদুর রহমান অনি জানান, তার কৌশলগত ফোকাসের মধ্যে থাকবে লোকাল চ্যাপ্টারকে শক্তিশালী করা, সদস্যপদ বৃদ্ধি ও ধরে রাখায় সহায়তা, সদস্যদের নেতৃত্ব উন্নয়ন, রিপোর্টিং ও ডকুমেন্টেশনের মানোন্নয়ন, অঞ্চলভিত্তিক নেতৃত্ব একাডেমি ও কর্মশালা আয়োজন, ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরি, সিনিয়র ও নতুন নেতাদের মধ্যে মেন্টরশিপ সংযোগ স্থাপন, প্রকল্পের উৎকর্ষ সাধন এবং টেকসই ও প্রভাব-চালিত প্রকল্পকে উৎসাহিত করা। পাশাপাশি জেসিআইয়ের ইমপ্যাক্ট এরিয়া ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য নিশ্চিত করা এবং লোকাল চ্যাপ্টারগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেবেন।

পেশাগত জীবনে ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসা ও প্রকল্প ব্যবস্থাপনায় কাজ করছেন। এছাড়া তিনি ‘ইউনাইটেড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন সেন্টার (ইউএলসিসি)’ নামে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিচালনা করছেন, যেখানে দক্ষতা ও ভাষা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More