বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

জেসিআই ঢাকা ওয়েস্টের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট এবং লিভিং উইথ ওয়েলনেসএর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী কর্মশালা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে মোট ৪০টি কোম্পানি থেকে ১৩০ জন অংশগ্রহণ করেন। মানসিক স্বাস্থ্য উন্নত করা ও চাপমুক্ত জীবন যাপনের কৌশল নিয়ে কর্মশালা পরিচালিত হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের মূল প্রতিবাদ্য ছিল কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য। এর আলোকেই জেসিআই ঢাকা ওয়েস্টের বিবর্তন প্রজেক্টঅনলাইন এবং অফলাইন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ বছরে বিবর্তনের স্লোগান থাকবো সচেতন, যেন সুস্থ থাকে মন

কর্পোরেট জগতের শতাধিক পেশাজীবীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে জনসচেতনতা এবং করণীয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন লিভিং উইথ ওয়েলনেস‘ –এর স্বত্তাধিকারী এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত মানসিক স্বাস্থ্য প্রশিক্ষক মাহমুদা।

২০২৪ সালের জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল চ্যাপ্টার প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিনএর পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক সহযোগিতায় প্রজেক্টের সকল কার্যক্রম পরিচালিত ও সম্পন্ন হয়।

তিনি বলেন, ‘জেসিআই ঢাকা ওয়েস্ট বরাবরই মেম্বার ও স্টেকহোল্ডারদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন। এই ধারাবাহিকতায় আমরা বিবর্তনপ্রজেক্টটি বিগত চার বছর ধরে করে আসছি। এ বছরের থিম ছিল কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, যার ফলে আমরা আমাদের সদস্যদের ও তাঁদের কোম্পানির কর্মীদের এই ইভেন্টে আমন্ত্রণ জানিয়েছি।

বিবর্তনএর প্রজেক্ট ডিরেক্টর রিয়াল আহমেদ বলেন, ‘আমাদের এই আয়োজনে সবাই কিছু না কিছু মানসিক সাস্থ্য নিয়ে শিখতে পারছে, জানতে পারছে। আমরা ভবিষ্যতে দেশের অন্যান্য সংগঠনের সাথে যৌথ উদ্যোগে আরো ব্যাপক পরিসরে মানসিক স্বাস্থ্য সচতেনতা এবং কার্যক্রম পরিচালনা করবো।

কর্মশালায় উপস্থিত থেকে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে বিশেষ সম্মাননা প্রদান করেন জেসিআই বাংলাদেশের গভর্নিং বডির ন্যাশনাল ট্রেনিং কমিশনার মুহাম্মদ আলতামিশ নাবিল এবং ন্যাশনাল ডিরেক্টর মাহমুদুর রহমান এবং বিবর্তন৩ এর প্রকল্প পরিচালক জীবন আহমেদ। এছাড়া জেসিআই ঢাকা ওয়েস্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুজাউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিবর্তন প্রজেক্টএর প্রজেক্ট ডিরেক্টর রিয়েল আহমেদ এবং প্রজেক্ট লিড আহমেদ ওয়াজেদুল হক খান দ্বায়িত্ব পালন করেন।

উক্ত অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ এর সদস্যভুক্ত সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এবং উক্ত অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন , ট্রাভেল পার্টনার গ্লোবাল ট্রাভেলস, আইটি পার্টনার টেক্সর্ট, ফুড স্পন্সর পিজ্জা ওয়ালা, মিডিয়া পার্টনার ডিজিটাল মিডিয়া ফোরাম, ডিজিটাল পি আর পার্টনার দ্য মেইডেন ।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More