বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাংবাদিক মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের ল্যাম্বডা হলে অনুষ্ঠিত চ্যাপ্টারটির সাধারণ অধিবেশন শেষে আগামী বছরের (২০২৬) জন্য পরিচালনা বোর্ড নির্বাচন করা হয়।

এতে চ্যাপ্টারটির লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন ডা. মো. আনামুল হক। ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) হিসেবে থাকবেন এ এফ এম ফাহমিদুর রহমান অনি। নির্বাচিত অন্য সদস্যরা হলেন—রবিউল ইসলাম রবি (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), মীর মোহাম্মদ আলী (এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট), শাহাদাত হোসেন সাদী (ভাইস প্রেসিডেন্ট), ইজেল মোর্তুজা (ভাইস প্রেসিডেন্ট) ও রঞ্জন মীর মহসীন (ভাইস প্রেসিডেন্ট)।

পরিচালনা বোর্ড আরও থাকবেন— মাকসুদ হোসেন (লোকাল সেক্রেটারি জেনারেল), তাহিয়াদুল ইসলাম তামজিদ (ট্রেজারার), তাসনিম তিয়ান (লিগ্যাল কাউন্সেল), ফারিনা হক (ট্রেনিং কমিশনার), আরিফুল ইসলাম (পরিচালক), আসিফুর রহমান (পরিচালক), আসপিয়া আহসান (পরিচালক), মারিয়া মুমু (পরিচালক), মো. আব্দুল কাইয়ুম (অ্যাসিস্ট্যান্ট টু এলপি), জাহিদ হাসান আরজু (ডিজিটাল কমিটি চেয়ার), আরিফ সিকদার (পিআর কমিটি চেয়ার), ড. তামিম (আন্তর্জাতিক সম্পর্ক কমিটি চেয়ার), বি এন কলি (শিক্ষার্থীবিষয়ক কমিটি চেয়ার), খাদিজাতুল কুবরা (জেআইবি কমিটি চেয়ার), স্বপ্নিল হায়দার (স্ট্র্যাটেজিক কমিটি চেয়ার) এবং মোহাইমিনুল হক জয় (ইভেন্ট কমিটি চেয়ার)।

মাসউদ বিন আব্দুর রাজ্জাক বর্তমানে দীপ্ত টেলিভিশনে নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি প্রায় দেড় যুগ ধরে দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, জাগো নিউজ, খোলা কাগজ ও সময় টেলিভিশনসহ দেশের খ্যাতনামা গণমাধ্যমগুলোতে নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। মিডিয়া ম্যানেজমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ তার পেশাগত দক্ষতাকে সমৃদ্ধ করেছে।

সাংবাদিকতার পাশাপাশি মাসউদ দীর্ঘদিন ধরে শিক্ষা, পরিবেশ রক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত স্কুল—ব্লুমিং ফ্লাওয়ার একাডেমির (সিংগাইর, মানিকগঞ্জ) প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবৈতনিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বসাহিত্য কেন্দ্র, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-এর ইয়ুথ ফোরাম—গ্রিন ফোর্সের সঙ্গে যুক্ত।

সংগঠনিক পর্যায়ে তিনি অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অফিস সেক্রেটারি, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এবং তরুণ পেশাজীবীদের নিয়ে গঠিত সংগঠন—ফোরাম অফ ইয়াং প্রফেশনালস-এর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি থিঙ্কট্যাঙ্ক সংগঠন—স্টকহোল্ডার অফ বাংলাদেশ (এসওবি)-এর অন্যতম সংগঠক।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More