রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

জেসিআইয়ের আন্তর্জাতিক কমিটির সদস্য হলেন আলতামিশ নাবিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালজেসিআই বাংলাদেশএর ২০২৫ ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সিনেটর মুহাম্মাদ আলতামিশ নাবিলকে ২০২৬ সালের জেসিআই অ্যাকশন ফ্রেমওয়ার্ক ২.০ কমিটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

জেসিআই অ্যাকশন ফ্রেমওয়ার্ক ২.০ হচ্ছে জেসিআইএর বৈশ্বিক কৌশলগত দিকনির্দেশনার মূল কাঠামো, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সাথে সামঞ্জস্য রেখে কাজ করে। এই ফ্রেমওয়ার্ক বিশ্বব্যাপী ১০০টিরও বেশি জাতীয় সংগঠনের মাধ্যমে তরুণ নেতৃত্ব বিকাশ, যুব ক্ষমতায়ন এবং টেকসই সামাজিক প্রভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই নবনিযুক্ত ভূমিকায়, নাবিল আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে কাজ করবেন টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে। তার এই নিয়োগ জেসিআই বাংলাদেশে তার নেতৃত্বের উৎকর্ষতা এবং বৈশ্বিক যুব নেতৃত্বে তার ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

আলতামিশ নাবিল বলেন, “এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বৈশ্বিক জেসিআই কমিউনিটিতে বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। জেসিআইএর মাধ্যমে আমরা এমন নেতাদের তৈরি করছি যারা স্থানীয়ভাবে কাজ করে বৈশ্বিক প্রভাব সৃষ্টি করে। আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের অঞ্চলের কণ্ঠস্বর যেন বৈশ্বিক উন্নয়ন এজেন্ডায় প্রতিফলিত হয়।”

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে একজন অভিজ্ঞ আইসিটি পেশাজীবী, লেখক, প্রশিক্ষক ও উন্নয়ন কর্মী হিসেবে আলতামিশ নাবিল বর্তমানে মিয়াকি লিমিটেডএর হেড অব ম্যানেজড সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট)-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। যুব উন্নয়ন, প্রশিক্ষণ ও উদ্ভাবনে তার ধারাবাহিক অবদান তাকে দেশবিদেশে একাধিক স্বীকৃতি এনে দিয়েছে।

এই বৈশ্বিক কমিটি সদস্যপদ অর্জনের মাধ্যমে জেসিআই বাংলাদেশ আন্তর্জাতিক নেতৃত্বের অঙ্গনে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে, যা আগামী প্রজন্মের পরিবর্তনসৃষ্টিকারী তরুণদের গড়ে তোলার ধারাবাহিকতাকে আরও গতিশীল করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More