বরিশালের মুলাদী উপজেলায় জেলের জালে একটি কুমির ধরা পড়েছে। সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেহাট ভূঁইয়াবাড়ি–সংলগ্ন জয়ন্তী নদীতে এক জেলের জালে কুমিরটি আটকা পড়ে।
কুমিরটিকে উদ্ধার করে জেলেদের হেফাজতে রাখলেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন উপজেলা প্রশাসন।
এঘটনায় জেলে জানান, প্রতিদিনের মতো সে আইড় পাঙাশের জাল ফেলে। কিছুক্ষণ পর জাল তোলার সময় জালটি অনেক ভারী ভারী লাগছিল। এরপর জাল কাছে আসার পর দেখতে পায় কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেলেও এরপর কৌশলে জাল টেনে নদীর পাড়ে এনে মেম্বারকে সংবাদ দেয়। এরপর উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।
মুলাদী উপজেলার বন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট, ওজন প্রায় ৩৫ কেজি।
সোমবার সন্ধ্যার পর খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা নাজিরপুরে আসেন। কুমিরটি তাদের কাছে হস্তান্তর করা হয়। খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে কুমিরটিকে যথাযথ পরিচর্যা করা হবে। তারপর এটির সঠিক আবাসস্থল চিহ্নিত করে সেখানে ছেড়ে দেওয়া হবে।
আল/ দীপ্ত সংবাদ