বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘জেলখানায় খালেদা জিয়ার সঙ্গে কী আচরণ হয়েছে আল্লাহই জানেন।‘
শুক্রবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল বেবীস্ট্যান্ড কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেলেও অসুস্থ অবস্থায় বের হয়েছেন। জেলখানায় তাঁর সঙ্গে কী আচরণ করা হয়েছে, সেটা একমাত্র আল্লাহই জানেন।
টুকু বলেন, ছয় বছর কারাবন্দি থাকার সময় বিএনপি চেয়ারপারসনের ওপর বিভিন্নভাবে অমানবিক আচরণ করা হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।
বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে দেশের মাদার অব ডেমোক্রেসি উল্লেখ করে টুকু বলেন, জনগণের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশকে আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন, টাঙ্গাইল সদরের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে জনগণ ভালো সাড়া দিচ্ছে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সুমন খান