শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

‘জেন-জি স্বৈরাচার পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জেনজি প্রজন্ম স্বৈরাচার পতনই শুধু ঘটায়নি, দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। জেনজি ফার্মের মুরগি না, তারা আবাবিল পাখির মত।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানী শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তপত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২১ পূর্ণ করে ২২ বছরে পদার্পণ করল দৈনিক নয়া দিগন্ত।

চিফ প্রসিকিউটর বলেন, ‘জুলাই বিপ্লবে জেনজি’র নেটওয়ার্কিং ছিল কল্পনার বাইরে। জেনজি প্রজন্মকে আমরা বলতাম ফার্মের মুরগি, অথচ তারা আবাবিল পাখির মতো।

তিনি বলেন, ‘নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আমাদের পত্রপত্রিকা বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি। এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা, যাতে গুমের মত ঘটনা আর না ঘটে। শহীদদের কথা তুলে আনতে হবে। নয়তো আগামীর বাংলাদেশে বাস করার অধিকার আমাদের থাকবে না।’

তাজুল ইসলাম বলেন, ন্যারেটিভ তৈরিতে সংবাদপত্রের ভূমিকা বিশাল। শেখ হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়ে যায়। কিন্তু জেনজি প্রজন্ম সেই অতীতের মিথ ভেঙে দিয়েছে। ১০০ বছরে এমন ঘটনা বিরল।

তিনি আরও বলেন, ‘আগে সাংবাদিকতা ছিল তোষামোদির শিল্প। প্রশ্নে জর্জরিত করার বদলে তৈলমর্দন করা হতো। হাসিনাকে জিজ্ঞেস করা হতো, কেন আপনি নোবেল প্রাইজ পাচ্ছেন না? যে কথা আমরা ইনিয়েবিনিয়ে বলতে চাই, তা জেনজি প্রজন্ম স্রেফ একটা সংলাপের মধ্য দিয়ে বলে গেছে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More