আজ ৭ ফেব্রুয়ারি (বুধবার)। প্রেমিক–প্রেমিকারা প্রতিবছর দিনটি পালন করেন “রোজ ডে” হিসেবে।
ফেব্রুয়ারি মাসের প্রেমের সপ্তাহ শুরু হয় “রোজ ডে” মধ্য দিয়ে যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি “বিশ্ব ভালোবাসা দিবসের” মাধ্যমে। রোজ ডে (Rose Day) বিশেষত্ব হলো এ দিনে প্রেমিক–প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন।
গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। একেক রঙের গোলাপ একেক ধরনের অনুভূতি প্রকাশ করে। চলুন জেনে নেই কোন গোলাপ কিসের প্রতীক।
১. সাদা গোলাপ: সাদা মানেই পবিত্রতার রূপ। অনেক দেশে বিয়ের সময় কনের হাতে রাখা হয় সাদা গোলাপ। কারণ এই ফুলকে মনে করা হয় নতুনের প্রতীক। এটি কারও অনুপস্থিতিতে তাকে অনুভব করাও বোঝায়। তাই প্রিয় মানুষটিকে মনে পড়লে আর কাছে যাওয়ার সুযোগ না থাকলে তার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন একগুচ্ছ সাদা গোলাপ।
২. কমলা গোলাপ: হৃদয়ের আবেগ, উৎসাহ, উদ্দীপনা বোঝাতে কমলা গোলাপ ব্যবহার করা হয়। নিজের সঙ্গী কিংবা মনের মানুষকে কোনো বিষয়ে সমর্থন দেওয়ার জন্য এই গোলাপ উপহার দিতে পারেন। কমলা রঙের গোলাপ উপহার দেওয়ার অর্থ হলো– আপনি তার সঙ্গী হয়ে আছেন।
৩. হলুদ গোলাপ: হলুদ রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। হৃদয়ে আনন্দ উপচে পড়লে একগুচ্ছ হলুদ গোলাপ দিতে পারেন বন্ধুকে। আবার কারও আরোগ্য কামনা জন্যও এই গোলাপ উপহার দিতে পারেন। কারণ এটি সুস্থতারও প্রতীক।
৪. গোলাপি গোলাপ: প্রেমের ভাষা যে কেবল লাল গোলাপই তুলে ধরে, তা নয়। মনের ভাষা মুখে বলতে না পারলে প্রিয় মানুষটির হাতে তুলে দিন একগুচ্ছ গোলাপি রঙের গোলাপ। এটি কৃতজ্ঞতা, স্বীকৃতি, ভালোবাসার প্রতীক।
৫. লাল গোলাপ: লাল গোলাপ কীসের প্রতীক তা আর আলাদা করে বলতে হবে না নিশ্চয়ই? অসংখ্য কবির লেখা কবিতায়, গীতিকারের লেখা গানে কিংবা উপন্যাসে প্রেমের প্রতীক হিসেবে এসেছে লাল গোলাপের কথা। এই গোলাপ ভালোবাসা, মুগ্ধতা, বিশ্বস্ততা, সৌন্দর্যের প্রতীক। প্রেম নিবেদনের ক্ষেত্রে লাল গোলাপের আবেদন কখনো পুরোনো হবে না।
৬. ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।
কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে। তাই মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি বুঝাতে সাহায্য নেয়া হয় বিভিন্ন রঙের গোলাপ ফুলে।
এসএ/দীপ্ত নিউজ