জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কেন্দ্র করে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত সংসদ ভবনে অবৈধ প্রবেশ, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৯ শতাধিক আসামি করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী শে–রে–বাংলা নগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা ৪টি করে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি শে–রে–বাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।
তিনি বলেন, শুক্রবার সংগঠিত ঘটনায় এখন পর্যন্ত ৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলা একজন ট্রাফিক পুলিশ বাদী হয়ে করেছেন। বাকি ৩টি মামলা থানা পুলিশ বাদী হয়ে করেছে। এই চার মামলার সব আসামি অজ্ঞাত। মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে।
ওসি আরও বলেন, ৪টি মামলার মধ্যে একটি মামলার অভিযোগ সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের। অপরগুলো হলো– পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর মামলা।
এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই সনদে ৩টি দাবি অন্তর্ভুক্ত করার’ দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল আন্দোলনকারী। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
এসএ