জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ফ্যাসিবাদ সরকার উৎখাতের একটি স্মারক এই সনদ। আশা করি এই জাতীয় দলিল দ্রুত বাস্তবায়ন হবে। আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের বহু মত পথ থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বহু স্রোত যেমন মোহনায় এসে মেলে, তেমনই আমরাও যেকোনও ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা দাঁড় ধাকবে। তাহলে আমরা এমন একটা ভালো দেশ গঠন করতে পারব।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সকলের জন্য একটি বৈষম্যহীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য প্রায় এক বছর ধরে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হয়েছে। এটা রাষ্ট্রের একটা সামাজিক চুক্তি, যার মধ্যে আছে এ দেশের মানুষের সংগ্রাম ও কষ্টের কথা। রাজনৈতিক দল এবং বিভিন্ন মানুষের কষ্টের ফসল এটি।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ৷