জুলাই সনদ এই দেশের জনগণের প্রয়োজন নাই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানী জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
হাফিজ বলেন, ‘এই সনদে এমন জিনিস অন্তর্ভুক্ত করবেন না যা দীর্ঘদিন আলোচনা হয় নাই। যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদেরও অধিকার নাই দেশের ভবিষ্যত নির্ধারণ করার। এই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার।’
‘জুলাই সনদ নিয়ে‘ তিনি বলেন, সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে হওয়ার কথা ছিল সনদ। আমরা ডিসেন্ট দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনে যারা ক্ষমতায় যাবে, তারা সনদ সম্পন্ন করবেন। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বর্তমান সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না। বর্তমানে ৭১–এর মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে। অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এ সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না। এই দেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।’
মেজর (অব.) হাফিজ জানান, ‘নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছাসত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে। ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো দেখবে।’
এসএ