পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে নিয়ে গত ২৯ ডিসেম্বর (শুক্রবার) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল মনোমুগ্ধকর এক কনসার্ট। ‘জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা’ শিরোনামে আতিফের এই কনসার্টের নাম ‘ম্যাজিকাল নাইট ২.০’। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
‘জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা’ শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তার বক্তৃতায় তিনি জুলাই আন্দোলনের তাৎপর্যের ওপর জোর দেন এবং বাংলাদেশের সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়াতে বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদরা আজ বেঁচে থাকলে তারাও আজ এই কনসার্টে অংশগ্রহণ করতেন। যদিও তারা এখানে আজ উপস্থিত নেই, তবুও তাদের আদর্শ আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’
এদিকে, কিছু বিশৃঙ্খল দর্শনার্থী গেট টপকে প্রবেশের চেষ্টা করে বাধাপ্রাপ্ত হওয়া ছাড়া জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের ‘ম্যাজিকা নাইট ২.০’ কনসার্টে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কনসার্টে যোগদানের জন্য হাজার হাজার দর্শক আগ্রহের সাথে সারিবদ্ধ হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।
আল