বিজ্ঞাপন
শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে প্রায় এক হাজারের মতো মানুষ শহিদ হয়েছেন। অনেকে আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। এছাড়া অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এ বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

শনিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারে হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে ‘রিইউনিয়ন হাশেমিয়ান২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এলামনাই এসোসিয়েশন অব হাশেমিয়া কামিল মাদ্রাসা এ অনুষ্ঠানের আয়োজন করে।

রিইউনিয়ন হাশেমিয়ান২০২৪’ এর আহ্বায়ক মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন আরো বলেন, মুসলিম সমাজ আজ বহুধাবিভক্ত। আমাদের এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ঐক্য। মুসলমানদের ঐক্য,বাংলাদেশি জাতিগোষ্ঠীর ঐক্য। মুসলমানেরা যতদিন ঐক্যবদ্ধ ছিলেন ততদিন তারা পৃথিবীতে রাজত্ব করে গেছেন। যেই মুহূর্ত হতে আমরা বিভেদ, সংঘাত ও পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছি, সেই মুহূর্ত থেকে আমাদের শক্তি ক্ষয় হতে শুরু করেছে। তিনি মুসলিম উম্মাহর কল্যাণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একতাবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

উপদেষ্টা বলেন, সারা পৃথিবী আজ সংঘাতবিক্ষুব্ধ এবং মুসলমানদের রক্ত ঝরছে। জেরুজালেম, আরাকান, সিরিয়া ও লেবাননে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমাদের দেশের অবস্থাও খুব বেশি ভালো নয়। এ মুহূর্তে ঐক্যই আমাদের একমাত্র শক্তি। এ শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। সকল মতভেদ ভুলে আমাদের কাছাকাছি আসতে হবে। স্বাধীনতার ৫৩ বছরে এদেশের আলেমসমাজ যদি কাছাকাছি আসতে পারতেন তাহলে নতুন ইতিহাস রচিত হতে পারতো। অতীতে আমরা বারবার বিভেদে জড়িয়েছি। এ অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ রচনা করতে হবে।

তিনি আরো বলেন, মুসলমানদের অনৈক্যের কারণেই বাগদাদ ধ্বংস হয়েছে, হালাকু খান বাগদাদ দখল করতে পেরেছিল। পৃথিবীতে এখনো প্রায় ২০০ কোটি মুসলমান। মুসলমানেরা যদি এক হতে পারে, ওআইসি এবং আরব লীগকে যদি শক্তিশালী ও কার্যকর করা যায় তাহলে পৃথিবী নতুন পথে চলবে।

জুলাই বিপ্লবে আহতদের দুর্বিষহ অবস্থার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা যদি মনে করি আমাদের আন্দোলনবিপ্লব শেষ, তাহলে ভুল হবে। আমাদের কাজ এখনো অনেক বাকি। যদি প্রয়োজন পড়ে আমাদের আবারও মাঠে নামতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চলছে। কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার সামনে এগিয়ে যাচ্ছে।

তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে সোচ্চার থাকার অনুরোধ জানান।

আল/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More