‘জুলাই জাতীয় সনদ‘ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’সহ ৪টি বাম ধারার রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেনি।
দলগুলো হলো– বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ‘জুলাই জাতীয় সনদ‘ স্বাক্ষর আনুষ্ঠানিকতা।
এনসিপি, মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বিকাল পৌনে ৫টার দিকে বলেন, এনসিপির কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। না যাওয়ার কারণ আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এনসিপি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদে স্বাক্ষর করবে না।
এদিকে, ‘জুলাই জাতীয় সনদ‘ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না বলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানিয়েছিল বাম ধারার ৪টি রাজনৈতিক দল।
সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির জানান, সিপিবিসহ ৪ বাম দলের নেতাদের কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি।
তিনি বলেন, ‘আমরা কালই (বৃহস্পতিবার) আমাদের অবস্থান জানিয়েছি।’
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ