জুলাই গণ–অভ্যুত্থানের দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) ‘গণ–অভ্যুত্থান দিবস‘ উপলক্ষে বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে তিনি ‘জুলাই ঘোষণাপত্র‘ পাঠ শুরু করেন।
জাতীয় সংগীত–এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এর আগে, বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউ অনুষ্ঠান মঞ্চে পৌঁছান প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধি। বিএনপি থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান।
আর বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলটি নেতৃত্ব দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বিশেষ ড্রোন শো, এবং রাত ৮টায় পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড দল।
দিবসটি উপলক্ষে রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।
এসএ