রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৈঠকে জুলাই ঘোষণাপত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করা হবে। ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত বিষয়বস্তু, এটি জারি করার নির্ধারিত সময় এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, সেসব বিষয় নির্ধারণ করা হবে।
মাহফুজ আলম আরও বলেন, ‘আশা করি, আজকের বৈঠকের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে ঘোষণাপত্রটি কবে জারি হবে এবং সরকারের ভূমিকা কী থাকবে।’
জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতোমধ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। বিএনপি, জামায়াত এবং অন্যান্য অংশীজন এই ঘোষণাপত্রের মূল কাঠামো নিয়ে একমত হলেও, এতে নির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করার ব্যাপারে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।
উপদেষ্টা মাহফুজ আলম জানান, ‘আমরা বিভিন্ন পক্ষের কাছ থেকে পরামর্শ পেয়েছি এবং আশা করছি, সর্বদলীয় বৈঠকে সেসব মতামত বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।’
জাতীয় পার্টিকে বৈঠকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতির মাঠে জাতীয় পার্টির অবস্থান আমাদের কাছে পরিষ্কার। এ পর্যন্ত কোনো বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হয়নি এবং ঘোষণাপত্র বিষয়েও তাদের সঙ্গে কথা বলার যৌক্তিকতা দেখছি না।’