জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা জাতির জন্য লজ্জার। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মিরপুর ১০–এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত জামায়াত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি। সুযোগ থাকা সত্ত্বেও জামায়াত কোনো অপরাধে লিপ্ত হয়নি। এমনকি সামনের দিনগুলোতে কাউকে অপরাধ করতে দেয়া হবে না।