বিজ্ঞাপন
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

জীবনে আসতে পারে নতুন মোড়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫; ১ জৈষ্ঠ্য, ১৪৩২ বাংলা। রাশিচক্রের হিসাবে আজ অনেকের জীবনে আসতে পারে নতুন মোড়। কেউ পাবেন সুখবর, কাউকে সামলে নিতে হবে চ্যালেঞ্জ। জেনে নিন আজকের রাশিফল—

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল):
সৃজনশীল কাজে ভালো ফল পাবেন। চাকরিক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সম্পর্কেও উন্নতি হবে।

বৃষ (২১ এপ্রিল–২০ মে):
আর্থিকভাবে চাপ থাকতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ধৈর্য ধরে চলুন। পরিবারে মতবিরোধ এড়িয়ে চলুন।

মিথুন (২১ মে–২০ জুন):
যোগাযোগ ও বন্ধুত্বে সৌহার্দ্য থাকবে। নতুন কাজে হাত দেওয়ার সময় এখনই। মানসিক শান্তি বজায় থাকবে।

কর্কট (২১ জুন–২০ জুলাই):
চাকরি ও ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে। পরিবারে স্নেহভালোবাসা পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।

সিংহ (২১ জুলাই–২১ আগস্ট):
সাহসিক সিদ্ধান্তে সাফল্য মিলবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বিরত থাকুন। দূরের যাত্রা হতে পারে।

কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর):
অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। পুরনো ঝামেলা নতুনভাবে মাথাচাড়া দিতে পারে। আইনগত বিষয়ে সতর্ক থাকুন।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর):
দাম্পত্য ও প্রেমজ জীবনে ইতিবাচক সময়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর):
শারীরিক ক্লান্তি থাকতে পারে। অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা আসবে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর):
দিনটি আনন্দময় হতে পারে। সন্তানের বিষয়ে খুশির খবর পেতে পারেন। সৃজনশীল কাজে ভালো ফল মিলবে।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি):
বাড়ির পরিবেশে অশান্তি আসতে পারে। সাবধানতার সঙ্গে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি):
আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। ছোট যাত্রায় উপকার মিলবে। লেখালেখি ও পড়াশোনায় অগ্রগতি।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ):
আর্থিক সিদ্ধান্ত নিতে হলে একটু সময় নিন। আবেগের বশে কিছু না করাই ভালো। স্বাস্থ্যও খারাপ হতে পারে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More