চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিরাপদ পানি নিশ্চিত করতে বিনা মূল্যে ৩০টি টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল–আমিন। তিনি সুবিধাভোগীদের হাতে টিউবওয়েলের সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আল–আমিন বলেন, গ্রামীণ দরিদ্র মানুষের জন্য সুপেয় ও নিরাপদ পানি নিশ্চিত করতে দোস্ত এইড যে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রমজান মাসে ইফতার সামগ্রী, খাদ্য ও পোশাক বিতরণের পাশাপাশি সংস্থাটি নিয়মিত মানবিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আমি আশা করি, ভবিষ্যতেও তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, দোস্ত এইড জীবননগর শাখার ইনচার্জ হোসাইন আহম্মেদ, সংগঠনের কর্মকর্তা রমজান আলী ও অনিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য পানি সরবরাহ, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংস্থাটি ভবিষ্যতে জীবননগর উপজেলার আরও কয়েকটি গ্রামে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।