গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় যতটুকু সম্ভব নির্বাচন কমিশন চেষ্টা করবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব।
বুধবার (১০ মে) সকালে জেলা শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে যেন কেউ কোনভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে পারে।
ইভিএম এর প্রতি আস্থার আহ্বানও জানান, সিইসি। তিনি বলেন, ইভিএমে এক জনের ভোট অন্যজনের দেয়ার কোনো সুযোগ নেই ।
এসময় আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো.আলমগীর, নির্বাচন কমিশন সচিব মো.জাহাঙ্গীর আলম, ঢাকা বিভাগীয় কমিশনার সাদিরুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানসহ অন্যারা ।
এসময় এবারের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের অংশ নেওয়া মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এমি/দীপ্ত সংবাদ