ইসরায়েলি জিম্মিদের মুক্তি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সোমবার (১১ ফেব্রুয়ারি) হামাস এই ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে আগামী শনিবার হামাসের আরও কিছু ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেয়ার কথা ছিল।
তবে হামাস অভিযোগ করেছে, শান্তি চুক্তির পরও গাজাবাসীর ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে অভিযাগ হামাসের। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফাই গাইছেন ইসরায়েলের পক্ষ নিয়েই। হুঁশিয়ারি দিয়েছেন শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের ছেড়ে না দিলে শান্তি চুক্তি ভেঙে যেতে পারে।