২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ জিম্মি করার ৯ দিনের মাথায় জাহাজের মালিকপক্ষ “কবির গ্রুপের” সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ান জলদস্যুরা।
বুধবার (২০ মার্চ) দুপুরে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।
মিজানুল ইসলাম বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে সোমালিয়ার দস্যুরা যোগাযোগ করেছে। আশা করা যাচ্ছে উভয়পক্ষের আলোচনায় বিষয়টি সমঝোতার পর্যায়ে আসবে। জাহাজের জিম্মি নাবিকরা সুস্থভাবে ফিরে আসবেন।
তিনি বলেন, ‘মুক্তিপণের বিষয়ে এখনও কোনো আলাপ হয়নি। মাত্রই যোগাযোগ হয়েছে। বিষয়টি খুব সেনসেটিভ।’
এদিকে এমভি আব্দুল্লাহর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি জানিয়েছেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কমডোর মোহাম্মদ মাকসুদ আলমও।
উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটিকে সবশেষ সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখা হয়।
এসএ/দীপ্ত সংবাদ