সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

জিআরইসি বিডি ও এইমার্স অ্যাডমিশন ওয়ার্ল্ডওয়াইডের গেমিফিকেশন লার্নিং প্রোগ্রাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তার লক্ষ্যে জিআরইসি বিডি এবং এইমার্স অ্যাডমিশন ওয়ার্ল্ডওয়াইড প্রথমবারের মতো গেমিফিকেশন লার্নিং প্রোগ্রামশীর্ষক এক ইভেন্টের আয়োজন করেছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে রাজধানীর মিরপুরের সানরাইজ প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই লার্নিং প্রোগ্রামটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলোএটি বিশেষভাবে প্রতিষ্ঠানের বর্তমান আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরাই ডিজাইন করেছে। তারা নিজেদের মধ্যে আলোচনা, চিন্তাভাবনা, দলবদ্ধ কাজ এবং সার্ভের মাধ্যমে এই গেমটি তৈরি করে।

অনুষ্ঠানে পাঁচটি ইন্টারেক্টিভ লার্নিং গেম উপস্থাপন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সাথে শেখার সুযোগ পায়। গঠনমূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের কৌশল আয়ত্ত করে। দলগতভাবে কার্যকরভাবে কাজ করার দক্ষতা অর্জন করে।

এই গেমে মাল্টিপল চয়েস, ফিলইনদ্যব্ল্যাঙ্ক এবং ড্র্যাগঅ্যান্ডড্রপএর মতো বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা অর্থনৈতিক কর্মকাণ্ডের ধাপে ধাপে বৃদ্ধি, ব্যবসা ও ফাইন্যান্সের বিভিন্ন ক্ষেত্রে প্রসার এবং জীবন ও কর্মধারার পরিবর্তন সম্পর্কে হাতেকলমে শিখতে পারে।

প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক হোসনে আরা বেগম জানান, এই গেমটি শিক্ষার্থীদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বুঝতে এবং ক্রিটিক্যাল সমস্যাগুলো সমাধানে সহায়ক হবে। একইসাথে উচ্চ শিক্ষায় ভর্তিচ্ছুদের যাত্রাকে এটি আরও সহজ করে তুলবে।

তিনি বলেন, ‘এই গেমটি তৈরি করেছে আমাদের কিছু মেধাবী আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী। তাদের নিজস্ব অভিজ্ঞতা ও কাজের সময় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেগুলোর ভিত্তিতেই এটি নির্মিত। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা যদি এই গেম থেকে উপকৃত হয়, তবে আমাদের এই উদ্যোগই হবে সত্যিকারের সফলতা।

অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এসময় তাদের বাবামা ও অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের সাফল্য উদযাপন করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More