বছরের শেষদিকে ‘এই দেশ আমার জন্মভূমি’ শিরোনামে দেশের গান নিয়ে হাজির হলেন ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সাজু আহমেদ। গানটির কথা লিখেছেন কবি জাহিদ কাজী। নতুন দেশের এ গানটির সুর ও চমৎকার সংগীতায়োজন করেছেন সংগীতপরিচালক রাজীব হোসেন।
শনিবার (৭ ডিসেম্বর) গানটি সাজু আহমেদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
নতুন এই গান নিয়ে কণ্ঠশিল্পী সাজু বলেন, এর আগেও জাহিদ কাজী ভাইয়ের কথা ও সুরে আমি গেয়েছি। ‘দেশের গান সচরাচর গাওয়া হয় না। কিন্তু জাহিদ কাজী ভাইয়ের লিরিক এবং রাজীব হোসেন ভাইয়ের সুরটা পছন্দ হওয়ায় গেয়েছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’
নতুন এই গান নিয়ে জাহিদ কাজী বলেন, ভাইরালের এ সময়ে ‘দেশের গান’ শ্রোতারা কতটা নেবেন জানি না। তবে জানি, প্রত্যেক মানুষের মনেই দেশপ্রেম জাগ্রত থাকা উচিত। আশা করি, আমার দেশের এ গানটি ভালো একটা জায়গায় পৌঁছবে।
জাহিদ কাজী আরো জানান, তার লেখা ও সুরে আরো কিছু গানের কাজ চলছে। ধারবাহিকভাবে সেগুলোও প্রকাশ্যে আসবে। ইতোমধ্যে তার লেখা ও সুরে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ, ‘আমি তো ভালা না’খ্যাত কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী, ক্লোজআপ ওয়ানের সাজু, রাজীব শাহ, এ এইচ জীবন, অন্তর রহমান প্রমুখ। তাদের গানগুলোও পেয়েছে শ্রোতাদের প্রশংসা।
উল্লেখ্য, জাহিদ কাজী একজন কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই লেখালেখি করছেন তিনি। এ পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশ পেয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও।