জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র “তান্ডব”।
আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে ২ ধাপে, বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায়, আয়োজিত এ প্রদর্শনীতে প্রবেশমূল্য রাখা হয়েছে ন্যূনতম ৫০ টাকা। পাশাপাশি দর্শকদের স্বেচ্ছায় অনুদান দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
প্রদর্শনী থেকে প্রাপ্ত সমগ্র অর্থ ব্যয় হবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ৪৬তম আবর্তনের শিক্ষার্থী, তরুণ কবি ও সংস্কৃতিকর্মী চূড়ান্ত সাহা‘র চিকিৎসায়।
চূড়ান্ত সাহা ২০২৪ সালের অক্টোবর থেকে বিরল সাইনোনাসাল কার্সিনোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের বেঙ্গালুরুতে কেমোথেরাপি ও রেডিয়েশন নিয়েছেন, যার জন্য ইতোমধ্যেই ২৬ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। সুস্থতার জন্য তার জরুরি সার্জারি, অতিরিক্ত কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি প্রয়োজন, যার খরচ প্রায় ৪০ লক্ষ টাকা, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
জাকিয়া/এসএ