কাতার ফুটবল বিশ্বকাপের আর বাকি ৬ দিন। প্রতিটি আসরের মতো এবারো নিজ দলের পতাকা কিংবা জার্সি কেনার উন্মাদনায় মেতে উঠেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।
২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হচ্ছে, দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। এর উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। সারাদেশের মত রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রিয় দলের পতাকা-জার্সি কেনার ধুম।
চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অনেকেই পেশা বদলে শুরু করেছেন ফেরি করে পতাকা বিক্রি। ফুটপাতে দাঁড়িয়ে কিংবা পথে হেঁটে, লাঠিতে পতাকা বেঁধে, কাঁধে করে বিক্রি করছেন বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জাতীয় পতাকা।
সাইজের ওপর ভিত্তি করে পতাকা বা জার্সির দাম নির্ধারত হয়। ৩০ টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত ফেরি করে বিক্রি হয় এসব পতাকা। জার্সির ক্ষেত্রেও মান বিবেচনায় দাম হাঁকছেন বিক্রেতারা। বিশ্বকাপের হাওয়া। চার বছর পর পর যে হাওয়ায় মাতোয়ারা হয় বাংলাদেশের মানুষ, অংশগ্রহণের আক্ষেপ মেটায় উদ্যাপনের আনন্দে।
ধীরে ধীরে কমছে সময়, বাড়ছে উত্তেজনা। হাজার মাইল দূর থেকে দিনক্ষণনার মধ্যদিয়ে বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা শুরু হয়েছে তার আমেজ পড়েছে বাংলাদেশে। বিক্রেতারা জানান প্রিয় দলের পতাকা-জার্সি কেনার হিড়িকে বেঁচা-বিক্রিও বেশ জমজমাট। এবার অপেক্ষা উদাযাপনের।