জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের একটি গির্জায় এলোপাতাড়ি বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হন আরও কয়েকজন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মানির স্থানীয় সংবাদমাধ্যম।
পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত গির্জায় বন্দুক হামলার এ ঘটনা ঘটেছে। তবে হামলাকারী একজন নাকি একাধিক, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী ব্যক্তিদের ধরতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করেছে।
পুলিশের মুখপাত্র হোগলার ভেহরান বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে গির্জায় হামলার খবর পেয়েই ছুটে আসি আমরা। ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া গেছে। ওই মরদেহ হামলাকারীর হতে পারে। পুরো ঘটনা নিয়ে বিস্তর তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা।‘
তিনি আরও বলেন, ‘গির্জার ভেতরে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের কেউ কেউ মারাত্মক আহত ছিল। কর্মকর্তরা গুলির শব্দ শুনে ওপরের দিকে চলে যান। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও প্রমাণ নেই যে হামলাকারী পালিয়েছে।‘
হামলার পর গির্জার চারপাশ ঘিরে ফেলেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ওই এলাকা ‘চরম বিপজ্জনক’ ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকতে এবং ওই এলাকায় চলাচল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়।
আফ/দীপ্ত সংবাদ