জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন দিয়েছে সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত।
মামলায় কংগ্রেস নেতাকে দু’বছরের সাজার নির্দেশ দিয়েছিল সুরাটেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিনে থাকা রাহুল।
আদালতের এই রায়ের পর ১৩ এপ্রিল পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।
আদালতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস শাসিত রাজস্থানের তিন রাজ্য— রাজস্থান, ছত্তিশগড়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, যথাক্রমে অশোক গহলৌত, ভূপেশ বঘেল এবং সুখবিন্দর সিং সুখু।
উল্লেখ্য ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপনাম ‘মোদি’ নিয়ে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘সব চোরের নামের শেষে কেন মোদি?’ রাহুলের সেই মন্তব্যের পর বিজেপির বিধায়ক এবং গুজরাটের সাবেক মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুলে বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেন।
আল/দীপ্ত সংবাদ