রাজধানীতে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন ভাঙচুরের ঘটনায় করা পৃথক দুটি মামলায় দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রাকিবুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। উভয় মামলায় পুলিশি প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে।
জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, কারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে তাদের চিহ্নিত করা হোক। কারা পুলিশ হাসপাতালে হামলা করেছে তাদের খুঁজে বের করা হোক। বিএনপিকে বিপাকে ফেলতে অপরাজনীতির খেলা চলছে। এটা কারা করেছে তা জাতি জানতে চায়। এ জন্য সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত করা হোক এবং প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপন করা হোক। এতে দেশের মানুষ প্রকৃত তথ্য জানতে পারবেন। এটাই আমার দাবি।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিয়ে ভাঙচুর ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দলের নেতাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করে পুলিশ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ