জামালপুর পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল “অবিনশ্বর পিতা” উদ্বোধন ও মাসিক পুলিশ বুলেটিন এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ আয়োজনে মোড়ক উন্মোচন উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে পুলিশ সুপার কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।
এসময় বক্তরা জানান, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে, জাতির পিতার অবদানের প্রতি শ্রদ্ধা রেখে ম্যুরাল নির্মান করে যে গভীর ভালবাসা তৈরি করেছে জেলা পুলিশ সেটি জামালপুরে দৃষ্টান্ত স্থাপন করেছে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগ সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী, জেলা আ.লীগ সহ–সভাপতি ফারুক আহমেদ, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক বাবু বিজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিলসহ অন্যান্য।
এসএ/দীপ্ত নিউজ