ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন এলাকা প্লাবিত।
পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্রসহ জেলার সকল নদ–নদীর পানি বৃদ্ধি পেয়ে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়িসহ ৫ উপজেলার নদী তীরবর্তী নিন্মাঞ্চলের ২১টি ইউনিয়নের প্রায় ৫০হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে।
এছাড়াও বিস্তীর্ণ ফসলের মাঠ বসতবাড়ি আঞ্চলিক সড়ক বন্যা পানিতে ডুবে গেছে।
বন্ধ ঘোষণা করা হয়েছে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্ধ করা হয়েছে ১০৪ মেট্রিক টন চাল, নগদ ৭ লাখ টাকা, দুই হাজার প্যাকেট শুকনো খাবার, ২ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার গোখাদ্য।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ