জামালপুর বকশীগঞ্জে মোতালেব মিয়া নামে একজনের বিরুদ্ধে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোতালেবকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জুন) এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোতালেব মিয়া বকশীগঞ্জ উপজেলার কামালপুর যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর পড়ুয়া এক শিক্ষার্থী বিদ্যালয়ে যায়। পরে বিদ্যালয় বন্ধ দেখে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে যদুরচর এলাকায় মোতালেব হোসেন(৫৫) নামে ব্যক্তি তাকে মুখ চেপে ধরে পাশের নিয়ে ধর্ষণ করে। পরে ওই অবুঝ শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। দুদিন পর ঘটনা জানাজানি হলে স্থানীয়‘রা ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে ধর্ষকের বিচার দাবি করে।
কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, বুধবার (৬ জুন) বিকালে আমার কাছে আসলে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করি।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুধবার সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি আমাকে জানানো হয়। খবর শোনে ভিকটিমের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।
তানভীর আহমেদ হীরা/আফ/দীপ্ত নিউজ