জামালপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার (৩১ আগষ্ট) বিকেলে শহরের দেওয়ানপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জেলা বিএনপির নেতাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি নিলুফার চৌধুরী মনি ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদীসহ কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে গেলে হট্টগোল সৃষ্টি হয়।
এক পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের কর্মী–সমর্থকদের সাথে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি ও কর্মী–সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ব্যাক্তিগত গাড়ী ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তানভীর/ আল/ দীপ্ত সংবাদ