ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে জামালপুরের নদ–নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৬০ হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে জেলার যমুনা, ব্রহ্মপুত্রসহ সকল নদ–নদীর পানি বৃদ্ধি পেয়ে দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর মাদারগঞ্জ, সরিষাবাড়িসহ পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিন্মাঞ্চলের ২২ ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যার পানিতে ডুবে গেছে নিন্মাঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠ বসতবাড়িসহ আঞ্চলিক সড়কগুলো। বন্ধ ঘোষণা করা হয়েছে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে ৩০০ মেট্রিক টন চাল, ৩ হাজার প্যাকেট শুকনো খাবার। বন্যা কবলিত এলাকায় ১১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।