জামালপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬জুন) সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এই গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন।
জামালপুর সদর উপজেলার সরকারি দপ্তরের সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধের মান বজায় রাখতে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।
গণশুনানিতে ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন দুদক কমিশনার।
তানভীর/আল/দীপ্ত সংবাদ