উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘দীপ্ত টিভি‘র ৯ম বছরে পদার্পণ উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।িত হয়েছে।
শনিবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে ‘দীপ্ত টিভি‘ দর্শক ফোরামের আয়োজনে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে উৎযাপন করা হয়েছে ৮ম বর্ষপূর্তি।
এসময় জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন। অতিথি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক রকিবুল করিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, দৈনিক আলোচিত জামালপুর প্রত্রিকার নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপু, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকাম,সামাজিক সংগঠক সাংবাদিক আসমাউল আসিফ, নাট্যজন খন্দকার রাজু আহমেদ, দীপ্ত টিভির জামালপুর জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দীপ্ত টিভি গত ৮ বছরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি কৃষি ভিত্তিক ও অন্যান্য বিনোদন অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দীপ্ত টিভি আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। কেক কাটা শেষে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী ফরিদা পারভীন ও রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের সাংবাদিক শুভ্র মেহেদী।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ