ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবীতে কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের ন্যায় জামালপুরেও কর্ম বিরতি করছে ইন্টার্ন নার্সরা।
রবিবার (১ অক্টোবর) দুপুরে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন (বিডিআইএনএ) জামালপুর শাখার আয়োজনে কর্ম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ থেকে ভাতার দাবীতে কর্ম বিরতি শুরু করেছে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের কোর্স শেষ করা ছাত্র–ছাত্রীরা।
উক্ত কর্ম বিরতি ও মানববন্ধনে বিডিআইএনএ জামালপুর শাখার সভাপতি নাফিসা আব্দুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মো.হাসান, সহ–সভাপতি মেহদী হাসান বাঁধন, সাংগঠনিক সম্পাদক মো.মনিরুজ্জামান, লিজা খাতুন, ফরিদ উদ্দীন, তানজিলা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত থাকেন।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স শেষ করে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি। ছয় মাসের ইন্টার্নশীপ করা অবস্থায় আমরা ভাতা পাবো সেটি আমাদের লগুবুক এর ১৪ নং পৃষ্ঠায় ১নং পয়েন্টে স্পষ্টভাবে ইন্টার্নশীপ ভাতার কথা উল্লেখ করা আছে, যা এখন পর্যন্ত দেওয়া হয়নি।
তারা আরও বলেন, আমরা আমাদের দাবি নিয়ে বিএরএমসি ও ডিজিএনএম এর অফিসে আবেদন করেও সমস্যার কোন সমাধান পাইনি। তাই ন্যায্য পাওনা আদায়ের দাবীতে কর্ম বিরতি করছি। পাওনা আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
এসএ/দীপ্ত নিউজ