প্রযুক্তি নির্ভর আধুনিকতার কবলে পরে বিলীন হতে বসেছে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গরু দিয়ে মই দৌড় খেলা। এই খেলাকে ফিরিয়ে আনতে জামালপুরের মাদারগঞ্জের প্রত্যন্ত গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মই দৌড় প্রতিযোগিতা।
মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার মাঠে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের আয়োজনে গরুর মই দৌড় খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হওয়ার আগে থেকেই মাঠের দুই পাশে উপচে পড়া মানুষের ভিড় পরে যায় । আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য কে টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের কাছে গরুর মই দৌড় খেলা পরিচয় করে দেয়ার জন্যই আয়োজন করেন।
মই দৌড় খেলায় ১৪টি দল অংশগ্রহণ করে। এ খেলায় চারটি করে গরু একত্রিত করে গরুর সঙ্গে মই শক্ত করে বেধে রাখতে হয়। খেলা শুরু হলে মইয়ের ওপর দুইজন চালক সোজা পথে গরুকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট জায়গা দিয়ে দৌড় শুরু করেন। যে দলটি আগে পৌঁছাতে পারেন তারা প্রথম হয়।
তানভীর/ আল / দীপ্ত সংবাদ