জামালপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কারাতের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ তুলেন দেওয়া হয়। মঙ্গলবার ( ২১ মার্চ) বিকালে মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে মার্শাল আর্ট ফাউন্ডেশন (এম এ এফ) এর আয়োজনে ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৮০জন ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে তিনদিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় সনদ বিরতন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় তানভীর আহমেদ হীরার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার উজ্জল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আমিন রানা, মার্শাল আর্ট ফাউন্ডেশনের পরিচালক শোয়েব হোসেন, নতুন কুড়ি স্কুলের পরিচালক হাসান জামান কল্লোল।
এসময় বক্তারা বলেন,বর্তমান সময়ে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলার কোন সুযোগ নেই শুধু লেখা পড়াতেই ডুবে থাকে। সত্যিকারের মানুষ হতে হলে লেখাধুলা ও বিনোদনে ফিরে আসতে হবে। মানসিক বিকাশ স্বাস্থ্য সচেনতা বৃদ্ধিতে এর বিকল্প নেই। এই ধরনের চর্চা অব্যাহত থাকলে দেশে ভাল মানের জাতীয় খেলোয়ার তৈরি হবে।
এমি/দীপ্ত