জামালপুর জেলা কারাগারে ইয়াকুব আলী (৬৫) নামে এক কয়েদী ও শাহীন ফকির (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গবার (৭ নভেম্বর) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত ব্যাক্তিরা হলেন, মেলান্দহ উপজেলার কাঙ্গাল কুশা গ্রামের সিরাজ আলীর ছেলে মো.ইয়াকুব আলী ও মাদারগঞ্জ উপজেলার কয়ালিকান্দা গ্রামের মৃত ময়ন উদ্দিনের ছেলে শাহিন ফকির।
জেল কর্তৃপক্ষের বরাদ দিয়ে জানা গেছে, সোমবার (৬ নভেম্বর) রাতে যাবজ্জীবন প্রাপ্ত আসামি ইয়াকুব হৃদরোগে আক্রান্ত হয়ে ১২:৪৫ মিনিটে এবং মাদক মামলার হাজতি শাহীন শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ভোর ৫:৪৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাতে দুই আসামি কারাগারের ভেতর হঠাৎই অসুস্থ বোধ করলে কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক দ্রুত তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের দুইজনের মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে উভয়ের পরিবারকে জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।
জামালপুর কারাগারের জেলার মো.আবু ফাতাহ বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায়, আইনীয় প্রক্রিয়া শেষে দুই পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হবে।
এসএ/দীপ্ত নিউজ