জামালপুরে গ্রামীণ মেলায় ঐতিহ্যবাহী গরু দিয়ে মই দৌড় খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাজার সংলগ্নে চার দিনব্যাপী গ্রামীণ মেলায় হারিয়ে যাওয়া খেলাধুলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে মই দৌড় ও লাঠি বাড়ী খেলার উদ্বোধন করেন সেনাবাহিনীর লেফটেন্ট কর্ণেল মাহবুব আলম বুলবুল, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল হক ফনি মাষ্টার, সমাজ সেবক আক্তারুজ্জামান ঠান্ডা সহ আরো অনেকে।
প্রতিযোগিতায় মই দৌড়ে চ্যাম্পিয়ন হয় মাদারগঞ্জের সুলতান মন্ডলের গরু। ২য় রানার্স আপ হয়েছে লুৎফর মুছুলির গরু।
এমি/দীপ্ত