জামালপুরে যমুনাসহ অন্যান্য নদ–নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।
রবিবার (১৪ জুলাই) সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছে। তবে ছয় উপজেলার ৩৫টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ এখনও পানিবন্দি রয়েছে। বন্যার কারণে তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর ফসলি জমি ও গোচারণ ভুমি।
দুর্গতদের জন্য ৫শ ৪০ মেট্টিক টন চাল, ৭ লাখ ৫০ হাজার টাকা ও সাড়ে ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দেখে দিয়েছে শিশু ও বড়দের পানিবাহিত রোগ সর্দি।
তানভীর/এসএ/দীপ্ত সংবাদ