জামালপুরে বিএনপির ডাকা তিনদিনের অবরোধে খুব বেশি প্রভাব দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে। তবে কিছুটা শঙ্কিত ছিল। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনের কর্মসূচি।
সোমবার (৩১অক্টোবর) থেকে বিএনপির ডাকা তিনদিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধের প্রথম দিনে সকাল থেকে শহরের দুটি বাস টার্মিনাল ঘুরে দেখা যায় দুরপাল্লার কোন বাস প্রবেশ করেনি ও ছেড়েও যায়নি। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যান চলাচল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা কিছুটা কম।
অপরদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় সকাল থেকে অবস্থান করছে। জয় বাংলা মোড় ও তমালতলায় অবরোধের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা, মিছিল ও শান্তি সমাবেশ করেছে।
এদিকে দুপুরে অবরোধের প্রতিবাদে শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তমালতলা চত্তরে যোগ দিয়েছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ–সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর পরিচালক ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, কাউন্সিলর মোঃ সালামত, মো: ইকরামুল হক নবীন, পৌর আওয়ামী লীগের সদস্য,সুলতান আহম্মেদ, শাহ ইমরান সরকার , মোফাজ্জল হোসেন সবুজ, রাসেল ইসলাম রিপন,রাফিউল ইসলাম, রফিকুল ইসলাম মেম্বার, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ–সভাপতি আনিসুর রহমান, সাবেক ছাত্রনেতা তন্ময়সহ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে এফবিসিসিআইয়ের পরিচালক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রেজনু সিআইপি বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তির লক্ষ্যে, আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তায় কাজ করে যাবে। জনগণের জানমালের রক্ষা ও সাধারণ মানুষকে ভীতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করলে রাজপথে জামাত–বিএনপিকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
তানভীর হীরা/ আল/ দীপ্ত সংবাদ