জামায়াত নেতা এটিএম আজহার মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
মঙ্গলবার (২৭ মে) জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট শেয়ার করে তিনি এসব কথা লিখেন।
পোস্টে সারজিস লিখেন, ‘মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন।‘
‘আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজাররো আমাদের ভাই–বোন। কিন্তু সেই সুযোগ আর নেই।‘
এনসিপির এই নেতা আরও লিখেন, ‘আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি।‘
উল্লেখ্য, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে পাওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এসএ