চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি দলটি রবিবার (৩ আগস্ট) দুপুরে হাসপাতালে যান।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তারা ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হয়ে জামায়াত আমিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এর আগে শনিবার (২ আগস্ট) ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রের ধমনীতে ছোট–বড় মিলিয়ে পাঁচটি ব্লক ধরা পড়ায় অপারেশন প্রয়োজন হয়ে পড়ে। বর্তমানে তিনি পোস্ট–অপারেটিভ পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় মঞ্চে দুবার ঢলে পড়েন ডা. শফিকুর রহমান। পাশে থাকা নেতা–কর্মীরা দ্রুত তাকে সামলে নেন। পরে তিনি ডায়াসের পাশে বসেই বক্তব্য শেষ করেন। সমাবেশ শেষে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেদিন প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের কিছু ধরা না পড়ায় তিনি বাসায় ফিরে যান। এরপর ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করলে আর্টারিতে (ধমনি) ছোট–বড় পাঁচটি ব্লক ধরা পড়ে।