ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগটা উপমহাদেশের বাস্তবতায় অস্বাভাবিক নয়। বাংলাদেশ ক্রিকেটেই এর নজির আছে অনেক। এবার সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে।
এমন খবরে নেটিজেনরা জানতে চেয়েছেন সত্যিই কি পাইলট রাজনীতিতে জড়াচ্ছেন? যোগ দিচ্ছেন জামায়াতের রাজনীতিতে?
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে এ বিষয়ে তিনি জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি ক্রীড়া অনুরাগী মানুষ। জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের ছেলে। আমার বাবাও ছিলেন জাতীয় ফুটবলার। আমি জাতীয় দলে খেলেছি অনেকদিন। অধিনায়কত্ব করেছি। এখন বিসিবি পরিচালক হয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্য নিয়ে। আপাতত আমার রাজনীতিতে সম্পৃক্ত হবার কোনই ইচ্ছে নেই। সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা রেখেই বলছি আমার এখন কোন রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসেনা। এখন আমি রাজনীতি নিয়ে ভাবছিওনা।’
ক্রিকেটের মানুষ হিসেবে তিনি ক্রিকেটেই থাকতে চান বলে জানিয়েছেন পাইলট। তিনি বলেন, ‘আমার সার্বক্ষণিক চিন্তা এখন খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট। কি করে ক্রিকেটের উন্নয়ন ঘটবে, আমি সে চিন্তায় বিভোর। সবে মাত্র বিসিবির সঙ্গে সম্পৃক্ত হয়েছি ক্রিকেটকে এগিয়ে নেয়ার লক্ষ্যে। এ অবস্থায় রাজনীতিতে জড়ানোর প্রশ্নই আসেনা। তেমন কোনই সম্ভাবনা নেই।’
তবে তিনি মনে করছেন বিসিবির বাইরের কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে গুঞ্জনটি ডালপালা মেলেছে। তার কথা, ‘তবে হ্যাঁ, আমি যদি বিসিবির বাইরের কোন সংগঠনের অনুষ্ঠানে অংশ নিতেই পারি। যেমন আমি আগামীকাল ২৮ নভেম্বর একটি খেলার প্রোগ্রামে যাচ্ছি। এখন সেটা দেখে যদি কেউ আমাকে কোন দলের ব্যানারের লোক মনে করেন, তাহলে বলার কিছুই থাকবেনা। আমি আশা করবো, বিসিবির বাইরেও আমরা অনেক অনুষ্ঠানে যোগ দেই। সামাজিক দায়বদ্ধতা থেকে যেতেও হয়। কিন্তু সেগুলোর মধ্যে দয়া করে কেউ রাজনীতির দাগ দিয়েন না।’