মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

জামায়াতে ইসলামী জাতীয় বেইমান, চরমোনাই পীর ভণ্ড: এ্যানি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চরমোনাই পীর ভণ্ড ও জামায়াতে ইসলামী জাতীয় বেইমান বলে উল্লেখ করেছেন বিএনপি যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি চৌধুরী বলেন, ‘বিগত ১৭ বছরের ফাসিস্টবিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন, হাতপাখা বা চরমোনাই পীরের কোনো ভূমিকা ছিল না। বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাঁদের সখ্য ছিল। ২০১৪, ’১৮ ও ’২৪র নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দিয়েছিল। স্বৈরাচার শেখ হাসিনা পতনে ইসলামী আন্দোলনের কোনো ভূমিকা ছিল না। চরমোনাই পীর জাতীয় বেইমান ও ভণ্ড।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমালোচনা করেবিএনপি এ নেতা বলেন, ‘পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা এবং তারা ’৮৬ ও ’৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদেরকে অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে, আত্মস্বীকৃত বেইমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল।’

তিনি বলেন, ‘সামনে আমাদের টার্গেট জাতীয় নির্বাচন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরামর্শ দিয়েছেন, আমাদের ঐক্যবদ্ধভাবে টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেক ঘরে যেতে হবে। প্রজন্মের কাছে পৌঁছতে হবে। সবার কাছে গিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে ভোট চাইতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলো মোকাবিলা করতে হবে।’

এ্যানী আরও বলেন, ‘কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড করবেন। সেটা দল মেনে নেবে না। সেটা হতে দেওয়া হবে না। চাঁদাবাজি বরদাশ করা হবে না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত হবেন, তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা রয়েছে। সেটা বাস্তবায়নে কাজ করছে বিএনপি। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপি সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হারুন ও যুগ্মসাধারণ সম্পাদক শাহ মো. এমরান।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক সচিব ইসমাইল জবি উল্ল্যাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর২ আসন সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া, কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান, ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপি সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপি যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএপি নেতা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More