জামায়াতের নতুন দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো দলকে নিবন্ধন না দেয়ার দাবি জানিয়েছে, প্রজন্ম একাত্তর। এলক্ষ্যে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। ইসি জানিয়েছে, সবকিছু যাচাই বাছাই কোরে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এতে বিএনপির জোট শরিক দলটির নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ হয়ে যায়। পরে ২০১৮ সালের ২৯ অক্টোবর জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, এবার নিবন্ধন পেতে ইসিতে ৯৩টি রাজনৈতিক দল আবেদন করেছে। এর মধ্যে রয়েছে, জামায়াতে ইসলামীর নতুন দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। অভিযোগ আছে, আবেদন পড়া অনেক দলের সাথে জড়িত আছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসব দলের নিবন্ধন না দেয়ার অনুরোধ করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১। এলক্ষ্যে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
তবে নির্বাচন কমিশন বলছে, নির্দিষ্ট কোন দল নয়, যথাযথ প্রক্রিয়া মেনেই নতুন দলগুলোকে নিবন্ধন দেবে ইসি। তিনি জানান, প্রজন্ম একাত্তরের স্মারকলিপি খতিয়ে দেখবে কমিশন।