জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৪ দফা দাবিতে দ্বিতীয় দিনের মত নতুন প্রশাসানিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টা থেকে এই অবরোধ ও অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। এ সময় উপাচার্য অধ্যাপক নুরুল আলম প্রশাসনিক ভবনে তালা কেটে প্রবেশ করেন।
এর আগে বুধবার (৭ জুন) একই দাবিতে তারা ধর্মঘট করেন। পরে দুপুর ২টা দিকে আল্টিমেটাম দিয়ে শেষ করেন। তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন কর্মচারীরা।
তাদের ১৪ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো– ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের নৈশ ভাতা এবং সকল কর্মচারীদের ওভারটাইম বেসিক হারে প্রদান করা, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ী করা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত সকল সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইভিনিং ও ইউকেন্ডসহ সকল ডিগ্রির সার্টিফিকেট আমলে নিয়ে কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করা, বাস ড্রাইভারদের ন্যায় বাস হেলপার, কন্ডাক্টরদের মাসিক ২৫০ ঘন্টা ওভারটাইম প্রদান করা, সরকার ঘোষিত সাধারণ ছুটির টাকা ওভারটাইম হিসেবে প্রদান করা, ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারিদের পুরাতন বাসা ভাড়া কমানো, হল এ্যাটেনডেন্টদের বন্ধের সময় পারিশ্রমিক দৈনিক ২৪০ টাকা প্রদান করা, ক্যাম্পাসে একটি নতুন পাবলিক/প্রাইভেট ব্যাংকের শাখা খোলা ইত্যাদি।
এম এ হালিম/আফ/দীপ্ত নিউজ